অসমিয়া কবিতা : জুন ২০১২

কবি : বিপুলজ্যোতি শইকিয়া
অনুবাদ : মানিক দাস।


কবি পরিচিতি :
বিপুলজ্যোতি শইকিয়া (জন্ম ১৯৬৫) এই সময়ের অসমিয়া কবিকুলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কবি। লেখেন কম, ভাবেন বেশি। সমকালমনস্ক হয়েও তিনি কালকে ছাপিয়ে যাবার প্রয়াস করেন। প্লাজমা ফিজিক্সের বিজ্ঞানী এই কবি প্রচারবিমুখ,আত্মমগ্ন এবং ধ্যানী। তাঁর প্রতিটি কবিতা গভীর এক দার্শনিক প্রত্যয় থেকে উৎসারিত। প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে আছে ‘মহাকাব্যর প্রথম পাত’, ‘পাহরণির নৈ’ এবং ‘স্বপ্ন স্মৃতি বিষাদর গাথা’। অনুবাদ করেছেন জাপানি মৃত্যুকবিতা।

No comments:

Post a Comment